|
---|
নুরউদ্দিন: দক্ষিণ ২৪ পরগনা : ভাদ্র মাসের শুক্লা পক্ষের চতুর্থ তিথিতে গণেশ উৎসব পালিত হয়,সেইমতো রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের কাশিনগরে চতুর্থী ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর পালিত হল গনেশ উৎসব। গনেশ চতুর্থীতে শ্রী শ্রী গনেশ পূজা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, রায়দিঘির বিধায়ক অলক জলদাতা,রায়দিঘি থানার আই সি দেবর্ষি সিনহা সহ অন্যান্যরা।গণেশ উৎসবটি কাশিনগরের বাসিন্দা বাবু চক্রবর্তী নিজের উদ্যোগে গত ১০ বছর ধরে পালন করছেন।শনিবার সকাল থেকে গণেশ পুজো উপলক্ষে ঢাকের তালে কাঠি পরে। পঞ্চাঙ্গ অনুসারে গণেশ চতুর্থীর পূজো এবং প্রতিমা স্থাপন করা হলো শনিবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত। এই সময়কালে কর্নাটক ও মহারাষ্ট্রকে গণেশ পূজোর ভিন্ন জাঁকজমক দেখা যায়, সেইমতো এদিন জাঁকজমক দেখা গেলো কাশিনগরের গনেশ উৎসবে।এদিন ভক্তরা গণেশ কে বাড়িতে নিয়ে আসেন এবং রীতি অনুযায়ী পুজো করেন। ভক্তদের বিশ্বাস ভগবান গণপতির আরাধনা করলে জ্ঞান ও প্রজ্ঞা লাভ হয়, এবং সাফল্যের সম্ভাবনা ও বৃদ্ধি পায়, সেই মতো কাশিনগরে পালিত হচ্ছে গনেশ উৎসব।