মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে জলঙ্গি থানায় গণ ডেপুটেশন।

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে জলঙ্গি থানায় গণ ডেপুটেশন।

    এস ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ:এদিন জলঙ্গি পদ্মা নদীর বাঁক থেকে পদযাত্রা করে জলঙ্গি থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ও থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন।

    ডেপুটেশনে মূলত সাহেবনগর হত্যায় দোষীদের গ্রেফতার করতে হবে।মূল অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি তহিরুদ্দিন কে গ্রেফতার করতে হবে।যে কোনো মামলায় NDPS কেস দেওয়া যাবে না।সাধারণ মানুষ অভিযোগ জানাতে এলে হয়রানি করানো চলবে না।

    এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেন। আব্দুর রাজ্জাক মোল্লা আরো বলেন,আমরা তার কাছে রাজনীতি শিখবো না।
    এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান,প্রাক্তন বিধায়ক ইউনুস আলী সরকার,ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা,জেলা যুব কংগ্রেস সহ সভাপতি ইউসুফ আলী বিশ্বাস, ইমরান হোসেন সহ আরো অনেকে।