|
---|
এস ইসলাম নতুন গতি মুর্শিদাবাদ:আগামী ২৬শে নভেম্বর সারা ভারত বনধের সমর্থনে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা সিপিআই(এম) সংগঠনের মোটরসাইকেল মিছিল।
জলঙ্গি সিপিআইএম দলীয় কার্যালয় থেকে প্রায় কয়েক কিলোমিটার সিপিআই(এম) সংগঠনের জেলা ও বিধানসভা কমিটির নেতৃত্বরা মোটরসাইকেল মিছিল করেন বুধবার বিকেলে।
আজকের এই মিছিল কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে করেন।সাধারণ গরীব মানুষের স্বার্থে সিপিআই(এম) পার্টির ডাকা ৭দফা দাবিতে সারা ভারত বনধ্ ব্যর্থ করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করছে কেন্দ্র সরকার আর অন্যদিকে রাজ্য সরকার,
আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন জলঙ্গি বিধানসভার প্রাক্তন সিপিআইএম বিধায়ককে ইউনুস আলী সরকার, জলঙ্গি এরিয়া কমিটির সম্পাদক ইমরান হোসেন সহ সিপিআইএম সর্মথকরা