|
---|
এস ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ: টিকোরবাড়িয়া কাজী নজরুল হাইস্কুলের ছাত্রছাত্রীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া মোড়ে।টিকরবাড়িয়া কাজী নজরুল হাই স্কুলে উচ্চমাধ্যমিক ক্লাসের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সোমবার ভাদুরিয়াপাড়া বাজারে। স্কুল ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন উচ্চমাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা করে দিয়া হবে।
সেই টাকা বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রীদের আসলেও কিন্তু আমাদের ছাত্র-ছাত্রীদের আসেনি। মূলত সেই কারণে আমাদের আজকের এই বিক্ষোভ। বিডিও ও ওসির নেতৃত্বে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ তুলে নেয়। এদিন বিডিও শোভন দাস জানিয়েছেন আমরা ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি তারা সব রকম সাহায্য করার হবে।সেই মত আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেনো টাকা ব্যাংক একাউন্টে জমা করা হয়।