|
---|
এস ইসলাম,মুর্শিদাবাদ: গোটা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক চেতনা উৎসব ।
“শুরু করার জন্য
নতুন দিনের প্রয়োজন নেই।
প্রয়োজন নতুন মানসিকতা”
স্বামি বিবেকানন্দের ১৫৮তম জন্ম শতবর্ষে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে। গোটা দেশের মতো জলঙ্গি ব্লকেও বিবেক চেতনা উৎসব পালিত হল মঙ্গলবার সকাল থেকেই।
একি ভাবে জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস ও এস আই খুরশিদ আলম নেতৃত্বে বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন হলো জলঙ্গি থানা প্রাঙ্গনে প্রথমে বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন ও তার জীবনী তুলে ধরেন সকলের কাছে।
উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক আধিকারিক শোভন দাস। জলঙ্গি ব্লকের ভারপ্রাপ্ত সভাপতি তথা স্থায়ী সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী। দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি তথা চোয়াপারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাকিবুল ইসলাম রকি। এবং জলঙ্গি পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মধক্ষ্য কামরুজ্জামান বিশ্বাস কচি। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম কিবরিয়া , ফিরোজ শেখ, শাজাহান আলী, সদস্যা রঞ্জিতা সহ প্রমুখ।