জেলার বিভিন্ন দাবিতে জেলাশাসক কে স্মারকলিপি দিল প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাতা নতুন গতিঃ   প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের হাওড়া জেলা কমিটির উদ্যোগে এক প্রতিনিধিদল জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলাশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করে। বিশেষ করে সাম্প্রতিককালে সাম্প্রদায়িকতার বাড়বাড়ন্ত বেড়েই চলেছে এমত অবস্থায় আসন্ন ঈদুল আযহা উদযাপন শান্তিপূর্ণভাবে হয় সেই লক্ষ্যে এই স্মারকলিপি প্রদান। সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন ভারতীয় সংবিধান স্বীকৃত ধর্মীয় অধিকার। প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার দিয়েছে এই সংবিধান।কোন ধর্মের প্রতি কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে,। বিশেষ করে ধর্মের নামে মানুষ মারার প্রবণতা যেভাবে দিনের পর দিন বেড়েই চলেছে ।যারা আইন কে তোয়াক্কা না করে নিজেদের হাতে তুলে নিয়ে গণতন্ত্র হত্যা করার কাজে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। জেলা সভাপতি ফাইজুল হাসান সরদার বলেন জেলার সজল ধারা প্রকল্প জল নিকাশি ব্যবস্থা ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলো যাতে সঠিকভাবে পরিষেবা দিয়ে সাধারণ মানুষ উপকৃত হতে পারে তার ব্যবস্থা করার জন্য জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ। বিশিষ্ট সমাজকর্মী সুখ-আনন্দ সিং আলুওয়ালিয়া বলেন বর্তমান সময়ে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে যারা দেশের সংবিধান বিরুদ্ধেও গণতন্ত্র বিরুদ্ধে। উপস্থিত ছিলেন শেখ আবু উজাইফা, শফিকুল ইসলাম ,সাইদুল ইসলাম মন্ডল প্রমূখ।