|
---|
বিধান ধুয়া, নতুন গতি, বাঁকুড়া: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর -এর অনুপ্রেরনায় বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে শীতলা বাবুর বাঁধে জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে সংস্কারের শুভারম্ভ হল। উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় সুখেন বিদ মহাশয় ও বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয় সহ সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন ভান্ডারী,বড়জোড়া পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনিরুদ্ধ বাড়ুই ও গুনময় ঘোষ ।