|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : এসটিএফ এবং সামসেরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে জালনোট সহ গ্রেপ্তার এক যুবক। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের সেরো ঘাট এলাকা মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম তাসিরুদ্দিন শেখ(২৭)। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারবৈদ্যনাথপুর এলাকা। ধৃতের কাছ থেকে মোট ৯৮ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সবগুলোই ৫০০ টাকার নোট বলেই জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। জালনোট গুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচারের চেষ্টা করছিলো ওই যুবক তার তদন্ত করে দেখছে এসটিএফ এবং সামসেরগঞ্জ থানার পুলিশ।