এবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত জলপাইগুড়ির বাসিন্দার

জলপাইগুড়ি: সৌরভ বাগচী জলপাইগুড়ির নতুনপাড়ার বাসিন্দা,বর্তমানে আনন্দচন্দ্র কলেজে পড়াশোনা করছে বিজ্ঞান নিয়ে,এবারে international book of রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করলো সবচাইতে কম সময়ে 100থেকে 1বলতে।

    নিজেই জানিয়েছে আগের সব রেকর্ড ভেঙ্গে সে নতুন রেকর্ড তৈরী করেছে।তার বাবা সুভাষ বাগচী এবং মা মলিনা বাগচি বিশ্বাস করতে পারছেন না যে তাদের ছেলে international book অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে।সৌরভ নিজে অঙ্ক নিয়ে পড়ছে,সে জানায় জানুয়ারী মাস থেকেই তার মাথায় ঘুরতে থাকে কিভাবে নিজের নাম চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়।সে জানিয়েছে তখনই তার মাথায় আসে এই ব্যাপারটা।প্রথমে সাত দিন সে নিজে নিজে প্রাকটিস করেছে এবং চারিদিকে খোজ নিয়ে জেনেছে রেকর্ড আছে কত কম সময়ে,তখন সে google থেকে জানতে পারে সবচাইতে কম সময়ে হল ছয় সেকেন্ড,সে নিজে তার থেকে কম সময় নিয়ে চেষ্টা চালাতে থাকে তার একমাস পরে সে দেখে সে শুধু তার থেকে কম সময় নেয় নি,অনেকটাই কমিয়ে নিয়েছে।সৌরভ তারপরে উচ্ছাসিত হয়ে পুরো ব্যাপারটা googleএ জানায়,ঠিক 15দিন পরে Google থেকে তাকে জানানো হয় সে সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।সে তার পর উচ্ছাসিত হয়ে তার বাবা মা এবং দাদা বৌদিকে সব জানায়,গত সেপ্টেম্বরে তার কাছে তার নাম খোদাই করা momento চলে আসে।সৌরভ জানিয়েছে পুরষ্কার হিসাবে তাকে একমাস ইয়োরোপের যেকোন জায়গা ভ্রমন এবং যেহেতু সে একজন ফুটবলপ্রেমী তাকে ইংলিশ প্রিমিয়ার লীগের তিনটি ম্যাচ দেখবার ব্যাবস্থা করে দিয়েছে Google।সে জানিয়েছে গেলে সে সবাইকে নিয়েই যাবে।তার বাবা জানিয়েছে তার ছেলে যেমন পড়াশোনায় তেমনি খেলাধুলায় মেধাবী।তাই কোন দিন তাকে বলতে হয় নি।সৌরভের কথায় সে একজন ভালো মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চায়।সে চায় রেলের সবচাইতে উচু পোস্টে চাকরী করতে।এত কিছু থাকতে হঠাৎ রেল কেন?সে জানিয়েছে ছোটবেলায় সে বাবা মায়ের সাথে রেলে নানান জায়গায় ঘুরে বেড়িয়েছে তাই সে চায় রেলেই থাকতে রেলে চাকরী করতে।তবে আপাতথ শুধু পড়াশোনা কেবলই পড়াশোনায় মন দিতে চায় জলপাইগুড়ির গর্ব সৌরভ বাগচী।