|
---|
জলপাইগুড়ি: অসহায় এক শারীরিক প্রতিবন্ধী যুবককে আশ্রয় দিল জলপাইগুড়ি পৌরসভা। গত ৩ দিন ধরে এই প্রতিবন্ধী যুবকের দিন কাটছিল জলপাইগুড়িতে খোলা আকাশের নীচে। এতদিন তাঁর খাওয়াদাওয়ার বন্দোবস্ত করেছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় প্রতিবন্ধী যুবকের বর্তমান ঠিকানা জলপাইগুড়ি পৌরসভার আশ্রয় হোম।
জানাগেছে, এই প্রতিবন্ধী যুবকের নাম বাবু হালদার। সে উত্তর দিনাজপুরের সূর্যদয় মূক ও বধির হোমে থাকতো বলে সূত্রের খবর। ১৮ বছর বয়স হওয়ায় এই যুবককে হোম থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ঘুরতে ঘুরতে নানা ভাবে “জলপাইগুড়ি চলে আসে সে। পায়ে চোট রয়েছে তাঁর। সে কথা বলতে বা শুনতে পারে না। প্রথম দিনই ঘটনাটি দেখে স্থানীয়রাই ছেলেটির খাবার ও শীতের পোশাকের ব্যবস্থা করেন। শুক্রবার রাতেই বিষয়টি জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের নজরে আনেন স্থানীয়রাই। সাথে সাথে জেলা প্রশাসন, থানা এবং পুরসভার সাথেও যোগাযোগ করা হয়। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বিষয়টি দিন দুয়েক আটকে থাকে। মঙ্গলবার অসহায় এই যুবককে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ একরাতের জন্য থানায় ওর থাকার ব্যবস্থা করে। কিন্তু জলপাইগুড়ি পৌরসভার আশ্রয় হোমে থাকতে হলে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রের প্রয়োজন। মঙ্গলবারই প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরসভার প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র জমা করা হয়। এর পরই পুরসভা যুবকটির থাকার ব্যবস্থা করেছে জলপাইগুড়ির আশ্রয় হোমে।সেখানেই সে আপাতত থাকবে কোন বিকল্প ব্যাবস্থা না হওয়া পযর্ন্ত।তার শরীর খারাপ হলে তার জন্য তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে জলপাইগুড়ি প্রশাসন।আপাতত সে সুস্থই আছে কথা বলছে আবার তার সমস্যার সম্পর্কে জানিয়েছেও,তাই প্রশাসন তার যাবতীয় দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে।