|
---|
শিলিগুড়ি: ডাকাতির আগেই ডাকাতির ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোষাকের পুলিশ।আরও একবার এক বড়সড় ডাকাতির ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোষাকের পুলিশ।
শনিবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন মাদানিবাজার এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যে 9 থেকে 10 জনের একটি ডাকাতদল জড়ো হয়। গোপন সুত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোষাকের পুলিশ ঐ স্থানেই ঘাঁটি গারে। এর পর ঘটনাস্থল থেকে 4 জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
এই ঘটনায় গ্রেফতার হয়, সিপাইপাড়ার বাসিন্দা রাজু দাস,শান্তিপাড়ার বাসিন্দা নির্মল মন্ডল, সঞ্জয় সাহা এবং জনতাপাড়ার বাসিন্দা রাজকুমার মন্ডল। ধৃত চার অভিযুক্ত কে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। । বাকি পলাতক ডাকাতদের খোঁজে চলছে পুলিশি তদন্ত।