|
---|
নিজস্ব সংবাদদাতা : সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ জলপাইগুড়িতে। দশমীতে জলপাইগুড়িতে বিসর্জনে জমজমাট। দশমীর বিসর্জনে মাতোয়ারা জলপাইগুড়িবাসী।বিভিন্ন পূজা মন্ডপের বিসর্জন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।এবারে জলপাইগুড়িতে মানুষের ভীড় ছিল আগের চাইতে অনেকটাই বেশী। এবারে আগের তুলনায় মানুষ অনেক বেশী ঠাকুর দেখতে বের হয়ে ছিলেন বলে জানিয়েছেন উদ্যেক্তারা। মানুষের আগ্রহ ছিল এবারে প্রচুর।কারন করোনা আবহে গত দুবছরে মানুষ ঘরবন্দি ছিলেন তাই এবারে আগ্রহ অনেকটাই বেশী ছিল বলে খবর পাওয়া গেছে। আজ প্রতিমা নিরঞ্জনের দিনটিতেও প্রচুর মানুষ এসেছিলেন মাকে শ্রদ্ধা জানাতে। যদিও উদ্যেক্তারা জানিয়েছেন সব প্রতিমার নিরঞ্জন একদিনে হবে না,শুক্রবারেই হবে সব প্রতিমা নিরঞ্জন। মেঘের ভ্রকুটিকে উপেক্ষা করে এদিন প্রচুর মানুষ ভীড় জমান করোলা নদীর ঘাটে।