|
---|
জলপাইগুড়ি: জলপাইগুড়ি গভমেন্ট হাই স্কুলের ছাত্রী সমাদৃতা দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 491, দুর্দান্ত সাফল্যের কারণে ভীষণভাবে খুশি তার বাবা-মা।
সমাদৃতা এই বিষয়ে জানিয়েছে কোনদিনই ঘড়ি ধরে পড়াশোনা করেনি সে, তার লক্ষ্য ছিল এক থেকে দশের মধ্যে থাকা। তার লক্ষ্য পূরণ হওয়ার জন্য দারুণ খুশি সে। পড়াশোনার ব্যাপারে তার বাবা-মার সাথে স্কুলের শিক্ষিকারা তাকে সাহায্য করেছে। টিভিতে সে জানতে পারে উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান পেয়েছে সে।