জমজমাট হলো না জামাই ষষ্ঠী।

সৌগত মন্ডল, নতুন গতি: সারা দেশ জুড়ে করোনা মহামারী চলার কারণে, রাজ্যে জেলায় জেলায় লকডাউন জারি করা হয়েছে। যার ফলে দূর-দূরান্ত থেকে জামাইরা আসতে পারছেনা তার শ্বশুরবাড়ি এবং যেতে পারছেনা তার শ্বশুর বাড়ি, অর্থাৎ কোথাও যেন একটা অসমাপ্ত থেকে গেল যে জামাই ষষ্ঠী। জামাই ও বাচ্চাদের নিয়ে ষষ্ঠী পালন হয় । সেই জামাই বা বাড়ির বাচ্চারা যদি না আসতে পারে, কিভাবে সম্পন্ন হবে জামাই ষষ্ঠী। অন্যদিকে লকডাউন এর ফলে সকলেই আজ, কর্মশূন্য। সকলেই আর্থিক সংকটের মধ্যে চলছে , বাজার হাট তেমন খোলা নেই। সবকিছুই কে মানিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে । তাই তেমন সরম্বড়ে পালন করতে পারিনি, জামাই ষষ্ঠী, জানান এক মহিলা।