জামালপুরের বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে বর্ণাঢ্য শিক্ষক দিবস।

লুতুব আলি : জামালপুরের বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে বর্ণাঢ্য শিক্ষক দিবস। জামালপুরের প্রাচীন এই বিদ্যালয়টিতে অনেক কৃতিরা এখান থেকে পড়াশুনা করে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন। উল্লেখ্য তাঁরাই শিক্ষক দিবসের উদ্বোধন তথা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি পদ অলংকৃত করেন। জামালপুরের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ভূতনাথ মালিক দুজনেই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ভূতনাথ বাবু আবার এই বিদ্যালয়ে পরিচালন কমিটির সভাপতি। দুজনেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন। সর্বোপরি জামালপুরের বিধায়ক অলোক কুমার মাজি, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক বলেন, শিক্ষক দিবস উপলক্ষে বিশিষ্টজনদের বরণের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও সম্মানিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট সাংবাদিক অতনু হাজরা জানান, শিক্ষক দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক ও জিমন্যাস্টিক পরিবেশিত হয়। এদিন বিদ্যালয়ের নতুন কিছু শ্রেণীকক্ষ ও একটি মঞ্চ শেডের উদ্ বোধন করা হয়। বিদ্যালয়টিকে বিশেষভাবে উন্নীত করতে মেহমুদ খান ও ভূতনাথ মালিক সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এদিন বিদ্যালয়ের বর্ণাঢ্য শিক্ষক দিবস প্রত্যক্ষ করতে পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন।