|
---|
সংবাদদাতা : গতকালই জেলা যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র – পরিষদের পক্ষ থেকে ইডি ও সি বি আই কে কেন্দ্র সরকারের পক্ষপাতমূলক ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত করে আজ ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক জামালপুর ব্লকে আজ জেলা যুব সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলোক মাঝি, ব্লক যুব সভাপতি ভূতনাথ মালিক ও ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিকের নেতৃত্বে জামালপুর ব্লকে পাঁচড়া তৃণমূল কার্যালয় থেকে কিষাণ মান্ডি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যা লঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি ও ও বি সি সেলের সভাপতি উত্তম হাজারী, তৃণমূল কংগ্রেসের নেতা প্রতাপ রক্ষিত,লালু হেমব্রম, বিকাশ পাকড়ে, জয়দেব দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আজকের মিছিলে প্রায় ৩০০০ – ৩৫০০ কর্মী সমর্থক পা মেলান। মিছিল থেকে উপস্থিত নেতৃত্বরা কেন্দ্রের এই ইডি ও সিবিআই কে পক্ষপাতমূলক ভাবে ব্যবহারের তীব্র প্রতিবাদ জানানো হয়।