|
---|
সংবাদদাতা : জামালপুর ব্লকে যুব সংসদ প্রতিযোগিতা হয়ে গেলো। ব্লকের ৭ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।যুব সংসদ ছাড়াও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা, ও কুইজ এই প্রতিযোগিতাও হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, অরিন্দম জানা, সহ সভাপতি দেবু হেমব্রম,পূর্ত কর্মাধক্ষ্য ভূতনাথ মালিক, দুই এস আই রাজেন্দ্র প্রসাদ মাজী ও অনিন্দিতা সাহা, ব্লক যুব অফিসার সমরেশ দেবনাথ, অনুপম চ্যাটার্জী, শিক্ষক দেবব্রত মুখার্জী সহ অন্যান্যরা। সারা দিন ব্যাপী চলে অনুষ্ঠান। প্রচুর পুরস্কারের ব্যবস্থা ছিল । যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম হয় কুলীনগ্রাম হাই স্কুল।