|
---|
নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকার ও জেলা প্রশাসনের নির্দেশে গত ১৫ ই সেপটেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত চলছে স্বছতা নিয়ে নানা সচেতনতা মূলক কার্যক্রম। আজ ২ রা অক্টোবর এই কর্মসূচির শেষ দিনে জামালপুর ব্লক থেকে একটি র্যালি বের করা হয়। যাতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ব্লক প্রশাসনের কর্মী ও ভিআরপিরা। জনমানুষের সচেতনতার জন্যেই এই রেলি। স্বচ্ছতার এই র্যালিতে রাস্তাঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয় ডেঙ্গু নিয়ে সচেতনতা,প্লাস্টিক ব্যবহার না করা এসবই প্রচার করা হয় রেলি থেকে। এই র্যালিতে পা মেলান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন সরকারি নির্দেশে আজ ব্লক অফিসে যেমন র্যালি করা হচ্ছে ব্লকের বিভিন্ন জায়গাতেও এই সচেতনতামূলক র্যালি করা হচ্ছে। তিনি সকল জনগণকে সরকারি নির্দেশ মেনে স্বচ্ছতার এই নিয়মগুলি মেনে চলার কথা বলেন।