|
---|
লুতুব আলি, বর্ধমান : জামালপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভা মাধবপুরে। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের যার গ্রাম অঞ্চলে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভা অনুষ্ঠিত হলো। মাধবপুর কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, জাড়গ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ, শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি বিধান সর্দার, জেলা শ্রমিক সংগঠনের নেতা শেখ মুনতাজ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার, সুভাষ কোলেসহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেহমুদ খান বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। ১৩ মে আজকের দিনেই ২০১১ সালে ৩৪ বছরের বাম অপশাসন মুক্তি পেয়েছিল বাংলার মানুষ। রাজ্যে মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর আজকের দিনেই জাড়গ্রাম অঞ্চলের প্রায় সত্যটি টোটো এর রেজিস্ট্রেশন করে দেয়া হলো। বক্তব্য রাখতে গিয়ে মেহমুদ খান আর ও বলেন, ব্লকের দলের সমস্ত শাখা সংগঠন এক হয়ে কাজ করে যাচ্ছে। এরপর থেকে জামালপুর ব্লকের সমস্ত অঞ্চলে আলাদা আলাদা করে সভা করে সমস্ত টোটো এর রেজিস্ট্রেশন করে দেওয়া হবে।