|
---|
সেখ সামসুদ্দিন,৩০ জানুয়ারি: জামালপুর ব্লকে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রায় দুই শতাধিক মিড ডে মিলের কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন জামালপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার। সদর দক্ষিণের মহকুমা প্রজেক্ট ম্যানেজার কৌস্তুভ ঘোষ জানান এই কর্মশালায় ২৪২ জন মিড ডে মিলের মহিলা রন্ধনকর্মী অংশগ্রহণ করেন ও সেখানে তারা আধুনিক রন্ধন প্রণালী এবং সরঞ্জামের সঙ্গে পরিচিত হন যা পরবর্তীকালে বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার গুণগতমান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিতে সহায়তা করবে।