জামালপুরের দুর্গাপুজোর আয়োজকদের চেক প্রদান করা হল

লুতুব আলি : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানাতে ২৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের দেওয়া চেক তুলে দিলেন পুলিশ প্রশাসন। উল্লেখ্য রাজ্য সরকার এবার ১০০০০ টাকা অনুদান বাড়িয়ে ৬০০০০ টাকা করায় পুজো কমিটির আয়োজকরা ভীষণ খুশি হয়েছেন এবং এই উদ্যোগকে তারা স্বাগত জানান। এদিন জামালপুরের ১৯ টি পুজো কমিটির হাতে ৬০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, জামালপুরের বিধায়ক অলক কুমার মাজি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আই সি রাকেশ সিং সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। পুজো কমিটির কর্মকর্তাদের কাছে মেহমুদ খান আবেদন করেন যে, কমপক্ষে ১০ জন দুস্থ মানুষদের হাতে প্রত্যেকটি পুজো কমিটি যেন নতুন জামা কাপড় তুলে দেন। পুজো কমিটির কর্মকর্তারা এই আবেদনের সাড়া দিয়ে এগিয়ে আসবেন বলে জানান। বাংলার দুর্গা পুজো আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পুজো কমিটির উদ্যোক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী অনুদান দিয়ে দুর্গাপূজা গুলিকে উৎসাহিত করায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে বলে অনেকে মন্তব্য করেন।