|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শাহাহোসেনপুর ফুটবল মাঠে জামালপুর ব্লক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। P.R.M. P.W.A(WB) জামালপুর ব্লক শাখা গ্ৰামীন চিকিৎসক সংগঠনের ব্যবস্থাপনায় ব্লক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সম্মেলন এবার ৪র্থ বর্ষে পদার্পণ করলো।
উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, জামালপুর পঞ্চায়েত সমিতির বঙ্গভূমি কর্মধ্যক্ষ পূর্ণিমা মালিক, জ্যোৎশ্রীরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান আরিফ মণ্ডল, উপপ্রধান তপন কুমার দে, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তবারক আলী মণ্ডল গ্ৰামীন চিকিৎসক সংগঠনের সদস্যরা। এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।