|
---|
নিজস্ব সংবাদদাতা : জামালপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনোদয় চক্ষু পরীক্ষাও অপারেশন শিবির কুলিয়া গ্রামে। এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষ আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক। এই শিবিরের উদ্বোধন করে কাজী মোহাম্মদ রফিক জানান, জনসেবা মূলক স্বাস্থ্য পরিষেবা দিতে জামালপুর লায়ন্স ক্লাব জামালপুর ও রায়না খণ্ডঘোষ এলাকায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আর্থিকভাবে বিপন্ন রোগীরা পরিষেবা পেয়ে দুহাত তুলে আশীর্বাদ করছেন। জামালপুর আই হাসপিটাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন টুলু কর্মকার, তামান্না খাতুন, তৌহিদ রহমান। আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাজী ফারুক আহমেদ, শেখ রহিম, শেখ জাহাঙ্গীর, শেখ শহিদুল, শেখ উজ্জ্বল প্রমুখ।