|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৩ জানুয়ারি, জামালপুরের রুদা গ্রামে বিগত ১৫ বছর ধরে হয়ে আসছে কৃষি, হস্তবিপনি ও প্রযুক্তি মেলা। যদিও কোভিডের কারণে গত দুবছর কোন অনুষ্ঠান করা যায়নি। আজ তেইশে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পূণ্য লগ্নে ২০২৩ সালের রুদো প্রগতি মেলার শুভ সূচনা করা হয়। এই প্রগতি মেলার উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ছিলেন নারী ও শিশু কল্যাণের কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে অনুষ্ঠানে যোগ দেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং। নানা কৃষিজ ফসল প্রদর্শিত হচ্ছে। হাতে তৈরি নানা কাপড়ের জিনিস ও ইলেকট্রিক জিনিস বিক্রি হচ্ছে মেলায়।