|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জামালপুরের পাচড়ায় শুরু হল বর্ণময় জয় জোহার মেলা। বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম বর্ষ উপলক্ষে রাজ্যের ১৫ টি জেলার একশো দুটি আদিবাসী অধ্যুষিত ব্লকে ২০ নভেম্বর থেকে শুরু হলো জয় জোহার মেলা। এরই অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচরা কিষাণ মান্ডিতে শুরু হল দুদিনের জয় জোহার মেলা। অনুষ্ঠানের প্রারম্ভে আদিবাসী নিয়ম মেনে পূজা পাঠ করা হয়। ফিতে কেটে অনুষ্ঠানের নান্দনিক শুভ সূচনা করেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সহ জয়েন্ট বি ডি ও রুদ্রেন্দু নন্দী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, কৃষি আধিকারিক কাজী সঞ্জীবুল ইসলাম, আধিকারিক সুপ্রভাত মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ গণসংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারক টুডু, দেবু হেমব্রম, রবিন মান্ডি, লালু হেমব্রম সহ আদিবাসী সমাজের কর্মকর্তারা। অসুস্থ শরীর নিয়েও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহমুদ খান। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য অনেক কিছুই কাজ করেছেন এবং নিরন্তর করে যাচ্ছেন। বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিন মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এই মেলা চলবে একুশ নভেম্বর পর্যন্ত। বিধায়ক অলক কুমার মাঝি মা মাটি মানুষের জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কাজ সম্পর্কে সকলের সামনে তুলে ধরেন। মেলার প্রথম দিনে চার দলীয় পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়। দুদিনের এই মেলায় থাকছে বিভিন্ন অনুষ্ঠান। মেলায় প্রচুর স্টল বসেছে। মঞ্চ থেকে আদিবাসী সমাজের মানুষের হাতে ধামসা মাদল, কৃষি সরঞ্জাম, ছাত্র-ছাত্রীদের হাতে জাতিগত শংসাপত্র, সাইকেল, জুতোসহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হবে বলে মেহমুদ খান জানান। জামালপুর ব্লকের সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে আদিবাসী মানুষদের জমায়েতে উদ্বোধনী অনুষ্ঠান মুখর হয়ে উঠেছিল।।