জামালপুরের স্বেচ্ছাসেবী সংস্থা শিশুদের বিরিয়ানি খাওয়ালো।

লুতুব আলি, ১৫ নভেম্বর : ১৪ নভেম্বর ছিল জাতীয় শিশু দিবস। পূর্ব বর্ধমানের জামালপুরের স্বেচ্ছাসেবী সংস্থা আকাশ আর্থিকভাবে বিপন্ন শিশুদের সংগঠিত করে তাদের দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান করানোর পর এদিন পেট ভরে বিরিয়ানি খাওয়ালো। বিকালের দিকে শিশুদের কেক কেটে খাওয়ানো হয়। উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংস্থাটি দীর্ঘদিন ধরে বিপন্ন শিশুদের নিয়ে বিনামূল্যে পাঠশালা চালিয়ে আসছে। পাঠশালাটি অর্থের অভাবে সংস্কার করা সম্ভব হয়নি। এদিন পাঠশালার শিশুরা অনুষ্ঠানের অতিথি জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডলকে তারা হাতের কাছে পেয়ে পাঠশালাটি সংস্কারের জন্য তাঁর কাছে শিশুরা কচি হাতের লেখা একটি আবেদন দেন। সাহাবুদ্দিন মন্ডল সাহেব পাঠশালাটি সংস্কারের আশ্বাসও দেন। স্বেচ্ছাসেবী সংস্থাটির সভাপতি অয়ন চক্রবর্তী বিপন্ন শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে যে মহতী উদ্যোগ নিয়েছেন তা তিনি সবিস্তারে উপপ্রধান কে জানান।

    অন্যদিকে এদিন পাড়াতল এক নং গ্রাম পঞ্চায়েতের শীতলপুর মহিন্দর প্রাথমিক বিদ্যালয় সরকার অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে শিশু দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের কর্মীরা, প্রধান উত্তম হাজারী, এক্সিকিউটিভ শংকর চক্রবর্তী, প্রধান শিক্ষক শৈলেশ মুখোপাধ্যায় সহ শিক্ষক-শিক্ষিকারা। শিশুদের হাতে চকলেট ও পেন তুলে দেওয়া হয়।
    অপরদিকে পাড়াতলের স্বামী বিবেকানন্দ সেবাশ্রম এর পক্ষ থেকেও পরুয়া শিশুদের নিয়ে একটি ছোট শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেও শিশুদের টিফিন খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকার সান্তনা ঘোষ কবিরাজ, পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষা শিপ্রা ঘোষ ওঝা প্রমুখ।