|
---|
সেখ সামসুদ্দিন : ৬ মে, জামালপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানা থেকে একটি র্যালি বার করা হয় যেটি বাজার ঘুরে বাসস্ট্যান্ডে শেষ হয়। বাসস্ট্যান্ডে প্রশাসনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেফ ড্রাইভ ও সেভ লাইফের ওপর একটি নৃত্য ও একটি নাটক মঞ্চস্থ করা হয়। পরবর্তীতে জামালপুরের বাস, ট্রেকার ও অটো ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেন পুলিশ প্রশাসন। যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেককে ট্রাফিক নিয়ম মেনে চলতে অনুরোধ করেন প্রশাসন। মেহেমুদ খান জামালপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।