|
---|
সেখ সামসুদ্দিন : ২৪ জানুয়ারি, জামালপুরের স্পর্শ গ্রুপ যারা নানা ধরণের সামাজিক কাজ করে থাকে। আজ তারা ভেরিলি গ্রামে একটি মোবাইল বাসে ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধক্ষ্য ভুতনাথ মালিক, সমাজসেবী প্রতাপ রক্ষিত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সম্পাদক লোকেশ নাথ জানান মোট ৫০ জন রক্তদাতা রক্ত দেন। সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় কলকাতার পিপলস ব্ল্যাড সেন্টারের হাতে।