|
---|
লুতুব আলি : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ২৩ অক্টোবর বিজয়া সম্মিলানি অনুষ্ঠান হয়।আয়োজক ছিল জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এদিন চকদিঘির প্রফুল্য কোল্ড স্টোরেজে এই বিজয়ার সম্মেলনীতে শুভেচ্ছা জানাতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার কর্মীদের জনসংযোগের বার্তা দিলেন। তিনি বলেন, জনগণই আমাদের সম্পদ। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। মানুষের সুখ দুঃখের পাশে থাকার জন্য তিনি কর্মীদের পরামর্শ দেন। তিনি আর ও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার এসেছে। বিজেপি ও সি পি এম যতই অপপ্রচার করুক তারা তৃণমূল কংগ্রেসকে কোনমতেই দমাতে পারবেনা। উন্নয়নের জোয়ারে তারা তলিয়ে যাবে। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ভূতনাথ মালিক। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান ও শুভেচ্ছা জানাতে গিয়ে ঐক্যের ও সম্প্রীতির ডাক দিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি কহিনূর মজুমদার, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যালঘু ছেলের সভাপতি ওয়াসিম সরকার, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি, ওবিসি সেলের সভাপতি উত্তম হাজারী ছাড়াও দলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও কর্মীরা।