জামালপুরের কৃষকদের আত্ম প্রকল্পের কৃষক সহায়তা প্রদান।

লুতুব আলি, বর্ধমান : জামালপুরের কৃষকদের আত্ম প্রকল্পের কৃষক সহায়তা প্রদান। বর্ষার শুরুর আগেই স্বাভাবিক বৃষ্টির চেয়ে অধিক বৃষ্টিপাত হওয়ায় আসন্ন খরিফ মরসুমের জন্য চাষিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্যদিকে রাজ্যের আত্ম প্রকল্পের মাধ্যমে চাষীদের জন্য কৃষক সহায়তা কৃষিবিভাগ থেকে রাজ্যের বিভিন্ন ব্লকে শুরু হয়ে গেছে। ২৩ জুন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অফিস থেকে ৫০ জন কৃষক কে কৃষক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথি দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, আত্মা কমিটির সভাপতি লালু হেমব্রম, বিটিএম পল্লব দাস প্রমুখ। জামালপুর ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম জানান, আত্মা প্রকল্পের মাধ্যমে আসন্ন খরিব চাষের জন্য ব্লকের ৫০ জন কৃষকেদের লাল স্বর্ণ ধান, বীজ শোধন করার জন্য কেমিকাল, ধ্রুবি গোল্ড জৈব সার, এক বস্তা এসএসপি সার ছাড়াও একটি করে কোদাল, কাস্তে, টাঙ্গনা, ফ্রি মেশিন ও একটি করে ফ্লেক্স তুলে দেয়া হয়। আগামী দু’দিন ধরে চাষীদের হাতে এই পরিষেবা তুলে দেয়া হবে। মেহমুদ খান জানান, সামনেই খরিফ মরশুম তাই সরকারি উদ্যোগে চাষীদের হাতে এই পরিষেবা তুলে দেয়া হচ্ছে। এর ফলে চাষিরা যথেষ্ট সহায়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছেন। এই পরিষেবা পেয়ে ব্লকের চাষীরা সন্তোষ প্রকাশ করেন।