|
---|
সেখ সামসুদ্দিন, ৮ মেঃ মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতগেছিয়া হাটতলা থেকে বর্ধমান কালনা রোড ও মেমারি মালডাঙ্গা রোড মিছিল পরিক্রমা করে। মিছিলের শেষে সাতগেছিয়া চৌমাথায় পথসভা করা হয়।আগামী ১৩ মে মন্তেশ্বর বিধানসভা এলাকায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আজকের এই পথসভা এবং মিছিল করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অমর সাহা, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজলক্ষ্মী হাটি, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোস্তফা, ব্লক আই এন টি টি ইউ সি সভাপতি গুরু প্রসন্ন ঘোষ, অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা মন্ডল, অঞ্চল প্রধান মুকুল সাহা, সহ ব্লক স্তরের ও অঞ্চল স্তরে সকল নেতৃত্ববৃন্দ ।