|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলি -জামাআতে ইসলামী হিন্দের নবাবপুর-ভগবতীপুর শাখার উদ্যোগে নবাবপুর-ভগবতীপুর শাখার অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি এই শিরোনামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত জামাআতে ইসলামী হিন্দের হুগলি জেলার সভাপতি সৈয়দ সাইফুল্লা, নবাবপুর -ভগবতীপুর শাখার সভাপতি আব্দুল আজিজ মল্লিক, ভগবতীপুর অঞ্চলের দায়িত্বশীলা জনাবা রাবেয়া বেগম, নবাবপুর শাখার দায়িত্বশীলা রেজওয়ানা বেগম,জি আই ও প্রতিনিধি মালেকা খাতুন,এ পি সির প্রতিনিধি আসিক ইকবাল প্রমুখ।