জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে স্বাধীনতা দিবস উদযাপন

সেখ সামসুদ্দিন, ১৫ আগস্ট : বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা রহঃ প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মেমারি জামিয়ার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান জনাব মুফতি তালেবুল্লাহ্ কাসেমী । এদিন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্ররা বিষয়ভিত্তিক বক্তব্য, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, ক্যুইজ ইত্যাদিতে অংশগ্রহণ করে।