জামিয়াহ্ ইসলামিয়া তালিমুল কুরআন একাডেমীর শিলান্যাস।

লুতুব আলি, বড়শুল, পূর্ব বর্ধমান : জামিয়াহ্ ইসলামিয়া তালিমুল কুরআন একাডেমীর শিলান্যাস। পূর্ব বর্ধমানের বড় শুলে শিলান্যাস হলো জামিয়াহ্ ইসলামিয়া তালিমুল কুরআন একাডেমীর ভিত্তি-পত্তর স্থাপন। ভিত্তিপত্তর স্থাপন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক। বড়শুলের কুমির কোলা গ্রামে এই একাডেমীর শিলান্যাসকে ঘিরে উন্মাদনার সঞ্চার হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির সম্পাদক শেখ শামসুদ্দিন। একাডেমীর সহ-সভাপতি শেখ কামাল উদ্দিন অনুষ্ঠানের উপস্থিত সকলকে অভ্যর্থনা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ওসি উত্তাল সামন্ত। বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, নাজিরা বেগম, বিশিষ্ট সমাজসেবী শেখ মোঃ হাবিব, শেখ নাজির, শেখ মাহফুজ, জয়ন্ত বৈদ্য, গ্রাম পঞ্চায়েত সদস্য সুতপা মন্ডল, বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অরুন গোলদার সহ অন্যান্যরা ও একাডেমির কর্মী ও কর্মকর্তা বৃন্দ। এই অনুষ্ঠানে রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ, শাড়ি বিতরণ, গাছের চারা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সুবক্তা মাওলানা জয়নাল আবেদীন। মরহুম শেখ সিরাজ উদ্দিন, মরহুম শেখ নাসির উদ্দিন ও শেখ কামাল উদ্দিন এই একাডেমী গড়ার জন্য মোট ১২ কাঠা জমি দান করেন। একাডেমির পক্ষ থেকে সম্পাদক শেখ শামসুদ্দিন বলেন, এই একাডেমির মূল লক্ষ্য হলো; পরিচ্ছন্ন নিরিবিলি ও মনোরম পরিবেশে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি দিন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়া, বাংলা ও ইংরেজি সিলেবাসের সঙ্গে সঙ্গে কুরআন হেফজ ও মৌলানা পড়ানো, নূরানী শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত এবং তারই সাথে সাথে পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত ও অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা, সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য আবশ্যিকভাবে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা, প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণীর আধুনিক শিক্ষার সুব্যবস্থা, পোশাক-পরিচ্ছদ ও চালচলন সহ সর্বক্ষেত্রে সুন্নতে রাসুল সা: এর অনুকরণ বাধ্যতামূলক, সূক্ষ্ম কৌশলের মাতৃস্নেহে ক্লাসের পড়া ক্লাসে শিক্ষাদান, দুর্বল ও পিছিয়ে পড়া ছাত্রদের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা, নিয়মিত পরীক্ষা গ্রহণ, মেধা যাচাই, ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা।