|
---|
সেখ আব্দুল আজিম, হরিপাল : ৯ মে ২০২৫ হরিপাল থানার অন্তর্গত বড়ম্বা আহলে হাদিস জামাতের জুম্মার নামাজের খুতবা দিলেন হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বরের থানার অধীনে আয়মা পাহাড়পুরের বাসিন্দা জামিয়া মেসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মইদুল ইসলাম ওরফে (রমজান) প্রসঙ্গত কাজী সাহেব বিগত কয়েক বছর যাবত যান মাল দিয়ে শিরিক এবং বেদায়াত এছাড়াও আল্লাহ পাকের হুকুম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী চলার বার্তা দিয়ে চলেছেন কয়েক বছর যাবত। এই দিন বড়ম্বা গ্রামে জুম্মার নামাজের প্রায় দেড় ঘন্টা আগে উক্ত গ্রামে সদলবলে হাজির হন দুইজন পুত্রকে নিয়ে। বড়ম্বা আহলে হাদিস জমাতের সক্রিয় কর্মী এছাড়া সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। জুম্মার খুতবা পুরুষ ও মহিলারা মনোযোগ সহকারে শোনেন। বিগত কয়েক বছর যাবত বড়ম্বা গ্রামে মহিলাদের দুতলায় নামাজের ব্যবস্থা রয়েছে অপরদিকে নিচে মুসল্লিদের নামাজের যথেষ্ট জায়গা রয়েছে। সকলেই অধীর আগ্রহে কাজী মইদুল ইসলামের খুতবা শোনেন। খুতবার শেষে একে অপরের সাথে মুসাহাবা ছাড়াও পরিচিত হন। দীর্ঘ বহু বছরের পুরাতন মাদ্রাসা সংস্কার করে নতুন করে শুরু করেছে শুরু করেছন আবাসিক ছাত্রদের জন্য ব্যবস্থা। কাজী সাহেব ছাত্রদের সাথে পরিচয় হলেন ছাত্র এবং সকলেই মুগ্ধ। জামিয়া মেসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মইদুল ইসলাম (রমজান) সাহেব আগামী বছরের জন্য অগ্রিম দাওয়াত দিলেন গ্রামবাসীদের। জামিয়া মেসবাহুল উলুমে প্রতিবছর খেলাধুলা ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান এছাড়া বিজ্ঞ দ্বীনই আলেমদের নিয়ে ওয়াজের মাহফিল করে থাকেন প্রতিবছর। তারকেশ্বর থানার অধীনে আয়মা পাহাড়পুরের বাসিন্দা উভয় সম্প্রদায়ের কচিকাঁচা থেকে বড়রা, অপেক্ষায় থাকেন উক্ত তিন দিনের জন্য।