জামিয়া মিসবাহুল উলুমের দস্তারবন্দী ও জলসা

সেখ আব্দুল আজিম, তারকেশ্বর : হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর জামিয়া মিসবাহুল উলুমের দস্তারবন্দী ও বাৎসরিক জলসা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় গেল। জামিয়া মিসবাহুল উলুম প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা হলেন স্বনামধন্য সমাজসেবী কাজী মইদুল ইসলাম, যিনি রমজান নামে পরিচিত। জামিয়া মিসবাহুল উলুমে আরবী শিক্ষার পাশাপাশি ইংরাজী,বাংলা,হিন্দি, উর্দু ভাষা চর্চার ব্যবস্থা রয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা সম্পাদক কাজী মইদুল ইসলাম উপলদ্ধি করেন যে, বর্তমান যুগে প্রতিযোগিতার মার্কেটে যোগ্য প্রতিযোগি গড়ে তোলার জন্য প্রয়োজন সমন্বয় শিক্ষা।তাই তিনি সমন্বয় শিক্ষার ব্যবস্থা করেছেন জামিয়া মিসবাহুল উলুমে। এদিন চারজন ছাত্রকে হিফজে দস্তারবন্দী করা হয়। জামিয়া মিসবাহুল উলুমের দস্তারবন্দী ও বাৎসরিক জলসায় উপস্থিত ছিলেন বহু উলামা হজরত গণ। উপস্থিত অতিথিগণ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মইদুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠান কে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সাধারণ মানুষের জন্য আহারের ব্যবস্থা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা কাজী মইদুল ইসলাম।