|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান ১৪ নভেম্বর ২০২৪।জামিয়াতুল আইম্মা অল উলামা – ইমাম ও উলামা পরিষদের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের উপকণ্ঠে উল্লাস উপনগরী র মাদ্রাসা হোসেনিয়া ইসলামিয়া আরাবিয়া বাম মাদ্রাসায়। উক্ত মাদ্রাসার মাদানী মসজিদে সভা অনুষ্ঠিত হয়। সভায় কম-বেশি ৩৫০ জন মসজিদের ইমাম প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। বর্ধমান ১ ,২ রায়না ১ ,২ খণ্ডঘোষ, কাটোয়া, কালনা, পূর্বস্থলী ১ , ২ গলসি, মন্তেশ্বর, ভাতার, আউসগ্রাম ,বুদবুদ ও বর্ধমান শহর ইউনিটের ইমামগণ। উক্ত সভায় পূর্ব বর্ধমান জেলার নতুন জেলা কমিটি গঠিত হয়। জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, সম্পাদক হাফেজ শামসের, কার্যকরী সম্পাদক হাফেজ রফিক, কার্যকারী সম্পাদক হাফেজ আরিফুল্লাহ ও হাফেজ হুশামুদ্দিন সাহেব মনোনীত হন।
রাজ্য কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মুফতি ইমদাদুল্লাহ, রাজ্য সম্পাদক হাফেজ সিদ্দিকুল্লা, রাজ্য কমিটির সদস্য মাওলানা আশরাফ, রাজ্য কমিটির সদস্য কারী আব্দুল কাসেম, সদস্য মোঃ সাগির উদ্দিন।
সম্মেলনে আগামী দিন ইমাম পরিষদের ভূমিকা কার্যক্ষমতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়। আগামী দিন কর্মসূচি নির্ধারিত হয়।
উক্ত সভামঞ্চে বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী সেখ মনোয়ার হোসেন সম্মেলনে আগত ইমামদের ভুয়সী প্রশংসা করে জানান যে ইমামরাই বর্তমান মুসলিম সমাজের নেতৃত্বের ধারক ও বাহক, এবং তাদের দ্বারায় ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে সবার আগে গণ আন্দোলনে সূচনা করেন। এই ইমামরা সুসংগতভাবে এগিয়ে আসেন বলেই বর্ধমান শহরে ও পশ্চিমবাংলায় বিভিন্ন ওয়াকফ সম্পত্তি রক্ষা করা সম্ভব হচ্ছে। আগামী দিনও ইমামদের সহযোগিতা পেলে বেদখল হয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হবে। মনোয়ার সাহেব আরো জানালেন মুসলিম ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় এবং বিজ্ঞানমুখী শিক্ষায় এগিয়ে আসার জন্য অর্থাৎ আধুনিক শিক্ষায় অগ্রণী ভূমিকা নেওয়ার স্বার্থে ইমামদের প্রতি আহ্বান করেন যে ইমামগণ শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবা ( বক্তব্য) রাখা আসু কর্তব্য হয়ে পড়েছে।তাতে দেশ ও জাতি গঠন হবে ইমামদের মহৎ বার্তায়।
রাজ্য কমিটির অন্যতম সদস্য কারী আবুল কাশেম জানালেন আগামী দিন বর্ধমান শহরে বাম মাদ্রাসায় রাজ্য কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মাদ্রাসার প্রধান শিক্ষক কারী নাসিম সকল আগত ইমাম প্রতিনিধিদের মাদ্রাসায় খাওয়া-দাওয়া সহ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমগ্র বর্ধমানবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার কার্য শেষ করেন।