সুবর্ণরৈখিক ফেসবুক গ্রুপের উদ্যোগে জামশেদপুরে রক্তদান

নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমরকার ভাষা আমারকার গর্ব” সব সময়ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। বরাবরের মত এবারও মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমরকার ভাষা আমারকার গর্ব” এর সদস্যরা। এই গ্রুপের সদস্য সুশান্ত বালা, জামশেদপুরে চিকিৎসাধীন তাঁর বাবার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হলে গ্রুপের পরিচালক মন্ডলীর সদস্য রাজীব ভূঁইয়া বিষয়টি ফেসবুক গ্রুপে শেয়ার করলে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন জামশেদপুরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত যুবক শান্তনু নায়েক।পরিকল্পনা মতো ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন শান্তনু নায়েক ,সঙ্গে ছিলেন রাজীব ভূঁইয়া ও স্বাধীন ভূঁই।

    অন্যদিকে গ্রুপের সদস্য শিবশঙ্কর নায়েক জামশেদপুরে চিকিৎসাধীন তাঁর মায়ের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে, রক্তদানে এগিয়ে আহ্বান জানিয়েছে সুবর্ণ রৈখিক ফেসবুক গ্রুপে পোষ্ট করেন। পোষ্ট দেখে গ্রুপের সক্রিয় সদস্য আলোক বাড়ি গ্রুপের পরিচালক মন্ডলীর সদস্য রাজীব ভূঁইয়ার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। শেষমেষ আলোক বাড়ির উদ্যোগে দু ইউনিট রক্তের ব্যবস্থা হয়। এই কাজে সহযোগিতা করেন রাজীব ভূঁইয়া,সঞ্জয় কুমার প্রধান, স্বাধীন ভুঁই সহ অন্যান্যরা ‌‌। রোগীদের পরিবারের পক্ষ থেকে এই কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে ‌। উল্লেখ্য বিগত প্রায় বছর দেড়েক ধরে এই ফেসবুক গ্রুপের উদ্যোগে পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুর , ঝাড়গ্রাম, নয়াগ্রাম, মেদিনীপুর,ওড়িষার ভুবনেশ্বর,ঝাড়খন্ডের জামশেদপুর সহ বিভিন্ন জায়গায় মুমুর্ষ রোগীদের প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা হয়েছে।