|
---|
শেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ১৩ ই অক্টোবর ২০২২ নবাবপুর ও ভগবতীপুর জামায়াতে ইসলামী হিন্দের শাখা অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের হুগলি জেলার জেলা সভাপতি সৈয়দ সাইফুল্লাহ সাহেব।জামায়াতে ইসলামী হিন্দের সভাপতি কোরআন শরীফের কিছু কিছু অংশ বাংলা ভাষায় তরজমা করে বলেন সৈয়দ সাইফুল্লাহ সাহেব কোরআন পুস্তক সম্রাট। বিশ্ব মানবের জীবন বিধান সব বলা হয়েছে প্রথম উম্মাতে মুসলমান পুরুষ ও মহিলা ছাত্র-ছাত্রী একশো ভাগ মুসলিমদের কোরআন শরীফ বুঝে পড়তে হবে। এই ব্যাপারে জামায়াতে ইসলামী হিন্দের হুগলি জেলার জেলা সভাপতি সৈয়দ সাইফুল্লাহ সাহেব বলেন সমস্ত মুসলিম উম্মাহকে কোরআন শরীফ বুঝে পড়ার আহ্বান জানাচ্ছে। প্রসঙ্গত ১৪ ই অক্টোবর থেকে ২৩ শে অক্টোবর পর্যন্ত এসো কুরআনের দিকে এই প্রচার অভিযান সারা বাংলা জুড়ে চলবে। এই প্রচার অভিযানে পুরুষ ও মহিলারাও সামিল হবেন তিনি আরো জানান ব্যানার পোস্টার অটো টোটো পিছনে ব্যানার এবং ট্যাবলো এলাকা জুড়ে প্রচার চালাবে। আরো উপস্থিত ছিলেন নবাবপুর ভগবতীপুর শাখার নেতৃত্ববৃন্দ। এই দিন সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী হিন্দ এর ভগবতীপুর নবাবপুর শাখা মোকামে আমির শেখ সাদিক আলী, এই ক্যাম্পেনের এর কনভেনার শেখ মইদুল ইসলাম জামায়াতে ইসলামী হিন্দের কর্মী রহমত সাহেব প্রমূখ।