জামুড়িয়ার বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া বিধানসভার খনি-শিল্পাঞ্চলের নিমশা খোট্টাডিহি আলিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় । অনুষ্ঠানে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্ম (৫ সেপ্টেম্বর ১৮৮৮ – ১৭ এপ্রিল ১৯৭৫) দিবস উপলক্ষে পালিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন, স্কুল সভাপতি লাল্টু কাজী, প্রধান শিক্ষক শুভাশীষ বল, শিক্ষক বাবলু মণ্ডল প্রমুখ। বর্ণময় অনুষ্ঠানে সাজানো হয়েছিল এই অনুষ্ঠান। পরিবেশিত হয় সংগীত, নৃত্য, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের ও টুইনিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান, আলোচনাসভা প্রভৃতি ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অন্বেষা রাণা ও অভিজিৎ গরাই। তাদের কন্ঠ মাধুর্যে অনুষ্ঠানের পরিবেশ পাল্টে যায়। নৃত্যে সবার মন জয় করে দীশা ঘোষ, কোয়েল ঘোষ, শুকুরমনি টুডু, সঙ্গীতা মারান্ডি, সানু হাঁসদা, মেঘা ঘোষ প্রমুখ। মাধ্যমিকের স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথম শ্রেয়া মন্ডল, দ্বিতীয় মন্তিকা পাল, তৃতীয় স্মৃতি ঘোষকে এবং উচ্চ মাধ্যমিকের নাসরিন আক্তারা, রীনা ঘোষ এবং সৃষ্টি মণ্ডল কে সম্মাননা প্রদান করা হয়। টুইনিং প্রতিযোগিতায় গৌরবজনক অংশগ্রহণের জন্য অর্ঘদীপ মণ্ডল, প্রিয়রঞ্জন মণ্ডল, রকি চ্যাটার্জি, শুভজিৎ গরাই, রীনা ঘোষদের উৎসাহ দিয়ে পুরস্কৃত করা হয়।
আলোচনাসভায় অংশ নিয়ে স্কুলের সভাপতি লাল্টু কাজী বলেন, শিক্ষকদের হাতে জাতির ভবিষ্যৎ গড়ার দায়িত্ব । তাই শিক্ষকদের সম্মান অপরিসীম। বক্তব্যে ডক্টর রাধাকৃষ্ণাণের জীবন ও শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন প্রধান শিক্ষক শুভাশীষ বল । শিক্ষক বাবলু মণ্ডল বলেন, শিক্ষক – শিক্ষার্থী সম্পর্কে ভাটা পড়ছে। তার ফলে ছাত্র ছাত্রীরা বেপরোয়া হয়ে উঠছে। এটা ভবিষ্যতের জন্য বিরাট ক্ষতি। অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান কক্ষটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক বাবলু মণ্ডল ।