জামুড়িয়ায় নেতাজি জয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ২  ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৪ তম জন্ম জয়ন্তী। জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনায় অংশ নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু যুব    সমাজের কাছে প্রেরণা। আর যুগ যুগান্ত ধরে তিনি প্রেরণা হয়ে থাকবেন। দেশের মধ্যে এই হানাহানির সময়ে নেতাজির আদর্শকে আমাদের আরও বেশি করে গ্রহণ করতে হবে। বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য লাল্টু কাজী। তৃণমূল নেতা লাল্টু কাজী বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জাতির জন্য ভাবনা উপেক্ষিত থেকে গেছে। কিন্তু মানুষের মন থেকে নেতাজি কে মুছে ফেলা যায়নি। আজও তিনি নেতা। এবং সমান জনপ্রিয়। নেতাজির ভাবনা বাস্তবায়িত হলে আজ দেশের হাল এমন হত না। আরও অনেকেই নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বহু কর্মী – সমর্থকদের উপস্থিতিতে মনোজ্ঞ হয়ে উঠে নেতাজির জন্মদিনের অনুষ্ঠান। খনি – শিল্পাঞ্চলের এই অনুষ্ঠানে বহু নেতাজি প্রেমী যোগদান করেন।