জামুড়িয়ায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে ক্ষেত মজদুর তৃণমূলের কর্মী সভা

স্টাফ রিপোর্টার : পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া ব্লকের পুরাতন জামসোলে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কর্মী সভা করে ব্লক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস । সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং প্রমুখ।
২০১৬ সালে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রে বাম নেত্রী দেবলীনা হেমব্রমকে পরাস্ত করে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছিলেন ৩০ বছরের তরুণী জ্যোৎস্না মান্ডি। সেই তৃণমূল নেত্রী জ্যোৎস্না মান্ডি প্রচারে এসে ঝড় তুললেন আসানসোল উপনির্বাচনে। তিনি আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ভোট দেওয়ার আবেদন জানান। রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তাঁর বক্তব্যে তুলে ধরেন মন্ত্রী । বাঁকুড়া যুবা আদিবাসী মুখ হিসাবে জনপ্রিয় নেত্রী জ্যোৎস্না মান্ডি করোনা কালে তৃণমূল কংগ্রেস সরকারের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার মানবিক সিদ্ধান্তের কথা স্মরণ করেন। তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির তীব্র সমালোচনা করেন। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বিজেপির কাজ কর্মের নিন্দা করে জনসাধারণের কাছে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জেতানোর অনুরোধ করেন। বক্তব্য রাখেন জামুড়িয়া ব্লক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী । মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের সামাজিক প্রকল্পে সাফল্যের কথা বলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভাবে সমর্থন করার আবেদন জানান তিনি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ১,৯৭,৬৩৭ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন কে পরাজিত করে জয়ী হন। কিন্তু গত বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৫৪,৮১৩ ভোটে। চড়া রোদ উপেক্ষা করে মানুষের সমাগম তৃণমূল কর্মীদের মনোবল বাড়াবে সন্দেহ নেই।