|
---|
স্টাফ রিপোর্টার : পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি দিবসের অনুষ্ঠান হয়। পতাকা উত্তোলন করেন জামুড়িয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিং । শহীদ বেদীতে মাল্যদান করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার ভট্টাচার্য, ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী প্রমুখ । বিধায়ক হরেরাম সিং স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের আত্মবলিদানের ইতিহাস স্মরণ করেন। ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য বলেন, স্বাধীনতা রক্ষার জন্য আমাদের একযোগে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের এব্যাপারে সজাগ থাকতে হবে। ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী বলেন, বহু শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই রক্তের মূল্য আমরা ভুলে যেতে পারি না। অনুষ্ঠান শেষে বিধায়ক হরেরাম সিং কেন্দা হাইস্কুলের অনুষ্ঠানে যোগদান করেন।
পৃথক একটা অনুষ্ঠানে নিমশা গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী । অনুষ্ঠানে এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নিমশা খোট্টাডিহি আলিনগর উচ্চ মাধ্যমিক স্কুলের সভাপতি লাল্টু কাজী ওই স্কুলের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন।খনি-শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে নেতৃবৃন্দ, কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিল্পাঞ্চলের প্রায় প্রতিটি ঘরে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। স্বাধীনতা দিবসকে ঘিরে খনি-শিল্পাঞ্চলের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।