জামুরিয়ার বৃদ্ধাশ্রমে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের বস্ত্রদান।

লুতুব আলি : দুর্গাপূজা উপলক্ষে কবি তীর্থ চুরুলিয়ার দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন জামুরিয়ার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের নতুন জামা কাপড় ও খাবার তুলে দিল। পৌরহিত্য করেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের পুরোধা কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী। জামুরিয়া বৃদ্ধাশ্রম আশ্রয় আসানসোল পৌর কর্পোরেশন দ্বারা পরিচালিত। এই বৃদ্ধাশ্রমটিকে পরিচর্যা করে স্বেচ্ছাসেবী সংস্থা পূর্বাচল আনন্দ ফাউন্ডেশন। সোনালী কাজী জানান, অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে এই সংস্থাটি বিশেষভাবে সহায়তা করে। সোনালী কাজী আরও জানান, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য উৎসবে দোলনচাঁপা এই ধরনের সামাজিক কাজ করে থাকে। সম্প্রতি ঈদের সময়ও কবিতীর্থ চুরুলিয়ায় মুসলিম সম্প্রদায়ের দুস্থ মানুষদের নতুন জামা কাপড় প্রদান করা হয়েছিল। নজরুল চেয়েছিলেন শোষণহীন মুক্ত সমাজ। নজরুলের স্বপ্নকে বাস্তবায়িত করতে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশ্রয় বৃদ্ধাশ্রম এর ম্যানেজার পঞ্চজিৎ আচার্য বলেন, দোলনচাঁপা যে কাজ করলেন তাতে বৃদ্ধাশ্রম এর আবাসিকরা উৎসাহিত হল ও তাদের মুখে হাসি ফুটল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা: কোহিনুর কাজী, কৃষ্ণা মুখার্জী, শুভ্রা রায় ছাড়াও পূর্বাচল আনন্দ ফাউন্ডেশনের সভাপতি গৌতম ঘোষ, দেবব্রত দত্ত, টুম্পা অধিকারী প্রমুখ।