বানারহাটে চা বাগানে সকাল সকাল ভোট দিলেন বিজেপি পার্থী জন বার্লা রাজ্য 11 April 2019 by নতুন গতি নতুন গতি ডেস্ক: বানার হাটে সকাল সকাল চা বাগানে ভোট দিলেন বিজেপি পার্থী। এই বানারহাট আলিপুরদুয়ার কেন্দ্রের মধ্যে পড়ে। ভোট দিয়েই সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি।