|
---|
বাবলু হাসান লস্কর,দক্ষিণ চব্বিশ পরগনা: তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী ঘোষণা করার পর দক্ষিণ চব্বিশ পরগনার কয়েক টি বিধানসভার ভারতীয় জনতা পাটির কর্মীরা নিজ -নিজ বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ছিলেন, ও জনতা পাটির রাজ্য অফিস হেস্টিংস এ কুলতলি,জয়নগর, ক্যানিং,মগরাহাট,রায়দিঘি সহ কয়েক টি জেলা থেকে আসা কর্মীরা পার্থী বদলের জন্য ধর্ণা সহ বিক্ষোভ দেখায় । আর এতেই টনক নড়ে রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বের, তড়িঘড়ি রাজ্য নেতৃত্বদের ডেকে নেন দিল্লিতে ।
দীর্ঘ সময় ধরে বৈঠক চলার পর পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার প্রার্থী কে পরিবর্তন করেন । আর এতেই উজ্জীবিত দলীয় কর্মীরা । প্রতিটি পর্যায়ে বিজেপি প্রার্থীরা অধিক সংখ্যক ভোটে যাতে বিজয়ী হন , তার জন্য ভোট ব্যাংকের কারিগর দের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন । প্রতিটি মণ্ডলে এই মুহূর্তে সভা সমাবেশ এর আয়োজন শুরু হতে চলেছে । আগামী 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ঘাস ফুলের সরকারের জায়গায় পদ্মফুলের সরকার আসবে এই আশা করছেন তারা ।