জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন ও মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এর উদ্যোগ বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা : হুগলি জেলার অন্তর্গত ফুরফুরা ওয়াই.এম.এ এর ব্যবস্থাপনায় জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন ও মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এর উদ্যোগ ও আয়োজনে বস্ত বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সম্পাদক খন্দকার আব্দুল মান্নান এবং বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের ক্রীড়া সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ সাহেবের আন্তরিক আহবানে উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.ডি.পি.ও চন্ডীতলা মাননীয় তমাল সরকার, জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন এর অফিসার ইনচার্জ মাননীয় অনিল কুমার রাজ, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় তমাল শোভন চন্দ্র, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপত্র মাননীয় সৈয়দ সাজ্জাদ হোসেন, দক্ষিণ ডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ সিংহ রায়, মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এর সম্পাদক মন্দিরা সিট, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শম্পা সাহা, বিশিষ্ট সমাজসেবী সদন ঘোষ, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুর রহিম, কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসের মল্লিক, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পন্ডিত, আঁটপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণব দাস, জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখার্জি, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মৃগাঙ্গ মোহন মাল, মুণ্ডলিকা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শেখ ইন্তাজ উদ্দিন,রাজবলহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি রক্ষিত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।