|
---|
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:সাগরদীঘিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।তার কাছ থেকে উদ্ধার হয় দু’টি ৭ এম এম পিস্তল ও দশ রাউন্ড তাজা কার্তুজ।ধৃতের নাম বিষ্ণু নন্দী।বীরভূমের নলহাটি থানা এলাকায় বাড়ি ওই দুষ্কৃতীর।
পুলিশ সূত্রে জানাজায় ধৃত মোটর বাইকে করে এসে দুষ্কৃতী সাগরদীঘির পেট্রল পাম্পে তান্ডব চালায়।সাগরদীঘি থানার পুলিশ রাত্রে টহলের সময় পাম্প কতৃপক্ষয়ের তরফে খবর পেয়ে পিছু ধাওয়া করে দুটি ৭ এম এম পিস্তল ও দশ রাউন্ড তাজা কার্তুজ,একটি মোটর সাইকেল সহ দুষ্কৃতীকে আটক করে।দুস্কৃতির সঙ্গে আর কেও জড়িত আছে কী না খতিয়ে দেখতে আজ ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে তোলা হবে।