|
---|
রহমতুল্লাহ, জঙ্গিপুর : রক্তের অভাবে অনেক সময় অনেককে অকালে মৃত্যুবরণ করতে হয়। অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন তবে তা প্রয়োজনের তুলনায় কম। আবার প্রয়োজনের সময়ও অনেকে রক্তদান করতে ভয় করেন। আর অতিমারী করোনাকালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। এমত অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে এবং জনমানুষের মাঝে রক্তদান করার উৎসাহ বাড়াতে আজ, ২৩ শে জুন বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার অফিসে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে “উৎস্বর্গ” নামে রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন এই পুলিশ জেলার প্রায় সকল পুলিশগণ রক্তদান করেন। ১০০ জন পুলিশ কর্মী রক্ত দান করেছেন বলে জানা গিয়েছে। প্রত্যেক রক্তদানকারীকে একটি খাবার টিফিন, জলের বোতল ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন এস পি ওয়াই রঘুভমশী, এস ডি পি ও বিদ্যুৎ তরফদার সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ অফিসারগণ।
ছবি — ইজাজ আহামেদ