|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বুধবার জঙ্গীপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রক্তদানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ২৫ বার বা তার অধিক রক্তদানকারী ২১ জন রক্তদাতাকে সংবর্ধনা জানানো হয়।
বিশেষ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল রক্তদাতাদের মধ্য থেকে ৪ জন ছিলেন সাগরদিঘীর ‘তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর সদস্য। তাঁদের মধ্যে আব্দুল খাবির ৪৯ বার, লাতিফুর রহমান ৪২ বার, ইফতিকার আলাম ৩৬ বার এবং তৌহিদুল হক ২৭ বার রক্তদান করেছেন। তাঁরা শুধু নিজেরাই নিয়মিত রক্তদান করেন না, বরং সমাজে সচেতনতা গড়ে তুলে গ্রামে গ্রামে নতুন রক্তদাতা তৈরিতেও সক্রিয়ভাবে কাজ করেন।
অনুষ্ঠানে উপস্থিত রক্তদাতারা বলেন, এই স্বীকৃতি তাঁদের আরও উৎসাহ দেবে ভবিষ্যতে আরও বেশি করে রক্তদানে অংশ নিতে এবং সমাজে রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে। ব্লাড সেন্টারের পক্ষ থেকেও রক্তদাতাদের এই ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও এমন আয়োজনের আশ্বাস দেওয়া হয়।